এত দ্বারা সংশ্লিষ্টি সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে অত্র ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের সেপ্টম্বর ২০১৩ মাসের মাসিক সাধারণ সভা আগামী ২৩/০৯-২০১৩ইং রোজ সোমরাব সকাল ১০. টায় সময় অত্র কার্যালয়ে অনুষ্টিত হইবে। সভায় নিম্ন বর্নিত আলোচ্য বিষয়ের উপর সিদ্ধান্ত গৃহিত হইবে। উক্ত সভায় যথা সময়ে উপস্থিত খাকিয়া আলোচনায় অংশ গ্রহন করার জন্য সংশিষ্ট সকলকে অনুরোধ হইল।
আলোচ্য বিষয় সমহুঃ
১। বিগত সভায় সিদ্ধান্ত সমূহ পঠন ও অনুমোদন।
২। জন্ম নিবন্ধন রেজিষ্টারের ক্রটি বিচ্যুতি সংশোধন।
৩। গ্রাম আদালতের এজলাশ তৈরী প্রসংগে আলোচনা ।
৪। পূনঃতৈরীকৃত এসেসমেন্ট অনুমোদন প্রসংগে আলোচনা।
৫। ট্যাক্স আদায়।
৬। বিভাগীয় কার্যক্রম।
৭। স্থানী কমিটির সিদ্ধান্ত সমূহ পর্যালোচনা ।
৮। জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র সম্পর্কে আলোচনা ।
৯। গ্রামীন খেলাধূলা প্রতিযোগীতা কর্মসূচী বাস্তবায়ন প্রসংগে আলোচনা ।
১০। বিবিধ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস